ব্যাটসম্যানদের কখনোই আঘাত দিতে চাইনি: শোয়েব আখতার

0
285

খবর৭১ঃবাউন্সারের আঘাতে না ফেরার দেশেই চলে গেছেন অস্ট্রেলিয়ার প্রতিভাবান ক্রিকটার ফিল হিউজেস। শুধু, হিউজেসই নন,বলের আঘাতে মাঠ থেকে হাসপাতালে যেতে হয়েছে অসংখ্য ক্রিকেটারকে। তবে পাকিস্তানের সাবেক তারকা পেস বোলার শোয়েব আখতার জানান, ব্যাটসম্যানদের কখনোই আঘাত দিতে চাইনি।

একজন পেস বোলার হিসেবে কেরিয়ারের সেরা সময়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন শোয়েব আখতার। তার আগুনে বোলিংয়ের সামনে সেই সময়ের নামিদামি ব্যাটসম্যানদের পা থরথর কেঁপেছে। বিশেষ করে শোয়েবের গতি ও বাউন্সার সমস্যায় ফেলেছে তারকা ব্যাটসম্যানদের। শোয়েব আখতারের বাউন্সারে আঘাত পেয়েছেন এমন ক্রিকেটারের সংখ্যাও কম নয়।

সেসব বাউন্সারের ছবি টুইটারে পোস্ট করে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির পেসার শোয়েব আখতার লিখেছেন, ‘আমি আমার ক্যারিয়ারে কোনো দিনই ব্যাটসম্যানদের আঘাত দিতে চাইনি। নিজের বোলিং দিয়েই দেশের নাম উজ্জ্বল করেছি।’

পাকিস্তানের হয়ে ৪৬টি ওয়ানডেতে ১৭৮ এবং ১৬৩টি টেস্টে ম্যাচ খেলে ২৪৭ উইকেট শিকার করে অবসরে যান শোয়েব আখতার। বর্তমানে ধারাভাষ্য হিসেবে ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছেন কিংবদন্তি এই পেস বোলার।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here