চৌগাছায় আবারও কথিত নাশকতা মামলা আসামী বিএনপির শীর্ষ নেতাসহ ৩৩ নেতাকর্মী আটক-৪

0
302

মুকুরুল ইসলাম মিন্টু চৌগাছা (যশোর)ঃ যশোরের চৌগাছায় আবারও কথিত নাশকতা মামলা করেছে থানা পুলিশ। উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সভাপতি. সাধারণ সম্পাদকসহ এই মামলায় মোট ৩৩ জনের নাম উল্লেখসহ ১৫/২০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। ইতোমধ্যে চার জনকে আটক করেছে পুলিশ। গত ৭ অক্টোবর দিবাগত রাতে সংশ্লিষ্ট থানার এসআই আকিকুল ইসলাম বাদি হয়ে এই মামলাটি করেন। একের পর এক কথিত নাশকতা মামলা হওয়ায় একদিকে যেমন বিএনপি নেতাকর্মীদের মাঝে গ্রেফতার আতংক ছড়িয়ে পড়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আজ ১০ অক্টোবর ২১ আগোষ্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রকাশ হবে। এই রায়কে কেন্দ্র করে সারা দেশের ন্যায় চৌগাছা বিএনপি এখানে নাশকতা করার লক্ষে ৭ অক্টোবর বিকালে চৌগাছা কওমী মাদ্রসা মাঠে গোপন বৈঠকে মিলিত হয়। সংবাদ পেয়ে থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে চৌগাছা মালোপাড়ার মৃত আব্দুস সামাদ সরেজ আলীর ছেলে আল মামুন শিবলী ও জগদীশপুর গ্রামের মৃত শুকুর মন্ডলের ছেলে জামাত আলীকে ধরে ফেলে। অন্য নেতাকর্মীরা বিভিন্ন যানবাহনে করে পালিয়ে যায়। এ সময় সেখান থেকে ২টি বোমা, ৬২ টি সরকার বিরোধী লিফলেট, ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মামলার অন্য আসামীরা হলেন, উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইউনুচ আলী, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চ ল, কুঠিপাড়ার গোলাম মোস্তফা, হুদা চৌগাছার সালাউদ্দিন ও সাইফুল ইসলাম, সিংহঝুলী গ্রামের আবু বক্কর সিদ্দিক, বাকপাড়া গ্রামের উজ্জল হোসেন, ইছাপুর গ্রামের জসিম উদ্দিন, পৌর কাউন্সিলর আনিছুর রহমান, পাঁচনামনা গ্রামের রাজু, সিংহঝুলী গ্রামের আলম, স্বরুপদাহ গ্রামের সামছুল আলম, কয়ারপাড়া গ্রামের বিএম আজিম উদ্দিন, নারায়নপুর গ্রামের আবু দাউদ ও নান্নু মিয়া, ভগমানপুর গ্রামের মশিয়ার রহমান, জগন্নাথপুর গ্রামের আব্দুল হাই, পাঁচনামনা গ্রামের জাফর মিয়া, হুদা চৌগাছার কামরুল ইসলাম ও মফি উদ্দিন, বিশ্বাসপাড়া গ্রামের হাফিজুর রহমান, সোহেল ও জিহাদ হোসেন, বাকপাড়া গ্রামের গ্যাড়া মহাসিন, চৌগাছার মিন্টু, হাকিমপুর গ্রামের মহিদুল ইসলাম ও সাজ্জাদ হোসেন এবং স্বরুপপুর গ্রামের বাবুল হাজাম ও আলম খাঁ। এ ছাড়া মামলায় ১৫/২০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। সোমবার দিবাগত রাতে মামলার এজাহারভুক্ত আসামী পৌর এলাকার বিশ্বাসপাড়া মহল্লার হাফিজুর রহমান ও মঙ্গলবার দুপুরে পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমানকে আটক করেছে পুলিশ। তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার এএসআই আব্দুল আলিম। এ বিষয়ে বিএনপির একাধিক নেতার সাথে কথা হলে তারা বলেন, গত ৭ অক্টোবর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী, যশোর উন্নয়নের রুপকার জননেতা তরিকুল ইসলামের ১১ তম কারামুক্তি এবং তার আশু সুস্থ্যতা কামনায় কওয়ী মাদ্রাসা মসজিদে আসরবাদ বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষ করে যখন নেতাকর্মীরা ও মুসল্লিরা চলে যেতে থাকেন ঠিক সেই মুহুর্তে সেখানে পুলিশ হানা দেয়। এরপর রাতেই হয়ে যায় নাশকতা মামলা।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here