এবি সিদ্দিক খসরুনান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের মো. মাজহারুল ইসলাম একই সাথে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ শিক্ষক পদে এবং উপজেলা প্রাণি সম্পদ দপ্তর নান্দাইল উপজেলার সীল পদে কর্মরত থেকে উভয় স্থান থেকে সরকারী বেতন ভাতা গ্রহনের এক গুরুতর অভিযোগ পাওয়া গেছে। জাহাঙ্গীরপুর ইউনিয়নের রহিমপুর গ্রামের ইমামের পুত্র মাজহারুল ইসলাম মসজিদ ভিত্তিক শিক্ষা কেন্দ্রে (শিক্ষক আইডি নং ১১-১২-৫৫৪) কর্মরত থেকে প্রতি মাসে সরকারী বেতন ভাতা গ্রহন করছেন। একই সাথে নান্দাইল প্রাণি সম্পদ দপ্তর থেকে মাঠকর্মী হিসাবে বেতন ভাতা প্রাপ্ত হচ্ছেন। উক্ত বিষয়ে উপজেলা প্রাণি সম্পদ অফিসার মলয় কান্তি মোদক জানান, তিনি একটি অভিযোগ পেয়েছেন এবং তাঁর বেতন ভাতা বন্ধ করা হয়েছে। তিনি আরও জানান, একই ব্যক্তি দুইটি সরকারী প্রতিষ্ঠানে কর্মরত থেকে বেতন ভাতা গ্রহন করতে পারে না। বিষয়টি তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। অভিযুক্ত মো. মাজাহারুল ইসলাম জানান, তিনি এ বিষয়ে অবহিত ছিলেন না। তিনি উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের চাকুরিটি থেকে পদ ত্যাগ করবেন।
খবর৭১/এসঃ