সাবক এমপি শাহীনর নিঃশর্ত মুক্তি দাবী মাজদ বাবুর

0
248

ফারুক ইফতখার সুমন ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহর ঈশ্বরগঞ্জ বিএনপির সাবক এমপি শাহ নূরুল কবীর শাহীনক রাববার রাত ১টায় উপজলার কাকনহাটি গ্রামর নিজ বাসা থক গ্রপ্তার কর পুলিশ। সাবক এমপি শাহীনক মিথ্যা মামলায় গ্রপ্তার করায় তীব্র নিদা জানিয়ছন উপজলা বিএনপির সভাপতি লুৎফুল্লাহল মাজদ বাবু। পাশাপাশি অবিলম্ব সাবক এমপি শাহীনর নিঃশর্ত মুক্তি দাবী জানান তিনি।
উল্লখ্য গত ৮ ফব্রুয়ারী বগম খালদা জিয়ার রায়ক কদ্র কর উপজলা বিএনপির সভাপতি লুৎফুল্লাহল মাজদ বাবুর নতত্ব একটি বিক্ষাভ মিছিল বর কর উপজলা বিএনপি। এরই প্রক্ষিত ওই দিন পুলিশ বাদি হয় ঈশ্বরগঞ্জ থানায় বিষ্ফারক আইন একটি মামলা দায়র কর। ওই মামলায় উপজলা বিএনপির সভাপতি মাজদ বাবু সহ ২২ জনক আসামী করা হয়। মামলার এজাহার ভূক্ত ২১ জন আসামী হাইকার্ট এবং নিন্ম আদালত হাজির হয় জামিন আসন। গত রাববার রাত ১টায় উপজলার কাকনহাটি গ্রামর নিজ বাসা থক সাবক এমপি শাহীনক ওই মামলায় গ্রপ্তার কর পুলিশ। সামবার দূপুর শাহ নূরুল কবীর শাহীনক ময়মনসিংহ আদালত হাজির করা হল আদালত জামিন না মঞ্জুর কর তাঁক কারাগার প্ররণ করা হয়।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here