জামালগঞ্জে বিআরডিবি’র নির্বাচন সম্পন্ন: ৫ বারের মত অাব্দুল বাছিত চৌধুরী বিজয়ী

0
539
জামালগঞ্জ(সুনামগঞ্জ)প্রতিনিধি::
জামালগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড(বিআরডিবি)র কার্যকরী কমিঠির নির্বাচন অনুষ্টিত হয়েছে।গত সোমবার বিআরডিবি কার্য্যালয়ে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ অাল মামুন ও প্রিসাইডিং ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:মোমিনুর রহমান।কার্যকরী কমিটিতে মোট ৮টি পদের বিপরীতে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্টিত হয়।চেয়ারম্যান পদে এবার নিয়ে ৫ম বারের মত অাব্দুল বাছিত চৌধুরী বিজয়ী হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান চেয়ারম্যান এবিএম ফয়জুন্নুর।মোট ১২৯টি নিবন্ধিত সমবায় সমিতির মধ্যে ৩৪টি সমিতির প্রতিনিধিরা ভোটাধিকার প্রয়োগ করেন।উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান পদে মো:অাব্দুল অালী,সদস্য পদে- লায়েছ মিয়া,ছায়েদ মিয়া,লোকমান,শামছুন্নুর, মাহমুদুল হাসান তারেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।এই কমিঠি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here