হংকংয়ের ৩ ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ

0
330

খবর৭১ঃহংকংয়ের তিন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ এনেছে আইসিসি। অভিযুক্তরা হলেন- নাদিম আহমেদ, হাসিব আমজাদ ও ইরফান আহমেদ। তিনজনই পাকিস্তান বংশোদ্ভূত।

আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থাটি তিনজনের বিরুদ্ধে ২০১৪ ও ২০১৬ সালের বেশ কয়েকটি ম্যাচ গড়াপেটা করার অভিযোগ এনেছে।

ইরফান অবশ্য দু’বছর আগেই গড়াপেটার অভিযোগে নিষিদ্ধ হয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৪ সালের একটি ম্যাচে ঘুষ নেওয়ারও অভিযোগ রয়েছে ইরফানের বিরুদ্ধে। এবার নাদিম ও হাসিবের বিরুদ্ধেও ২০১৪’র জানুয়ারিতে স্কটল্যান্ড ও কানাডার বিপক্ষে একই অভিযোগ উঠল।

পাঁচটি ধারায় অভিযুক্ত হয়েছেন তারা। আগামী দু’সপ্তাহের মধ্যে নাদিম ও হাসিবকে উত্তর দিতে বলেছে আইসিসি।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here