খবর৭১:মালয়েশিয়ায় অভিযান চালিয়ে ৬৪ বাংলাদেশিসহ ১২৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে সে দেশের ইমিগ্রেশন বিভাগ।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় কুয়ালালামপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
৬৪ জন বাংলাদেশি ছাড়াও ৬০ জন ইন্দোনেশিয়ান ও ২ জন নেপালের নাগরিক রয়েছে। এছাড়া, গেল দুই দিনে মালয়েশিয়ার বিভিন্ন শহরে অভিযান চালিয়ে আরো ১শ’ ১০ জন বাংলাদেশিসহ মোট ৩শ’ ১৯ জনকে আটক করা হয়। আটকদের বেশির ভাগই বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের নাগরিক। নিয়োগকারী কর্মকর্তা ও অবৈধ শ্রমিকদের জন্য এটি বড় ধরনের সতর্কবার্তা উল্লেখ করে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক।
খবর৭১/জি