হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত পলাতক ৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে থানা পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল সোমবার সকালে গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ধারন বাজারের ইদ্রিছ আলীর পুত্র কয়েছ মিয়া, নোয়ারাই ইউনিয়নের পাটিবাগ গ্রামের মৃত চান মিয়ার পুত্র গৌছ মিয়া, যুগলনগর গ্রামের সুরুজ আলীর পুত্র রুবেল মিয়া, ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের আফতাব আলীর পুত্র মনির উদ্দিন ও দোয়ারাবাজার উপজেলার তেরাপুর গ্রামের মৃত তোরাব আলীর পুত্র সায়েদ মিয়া।