আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নজরুল প্রি-ক্যাডেট স্কুল শিবরামের জেএসসি- ২০১৮ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার দিনব্যাপী স্কুলের পরিচালক- আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার- একেএম হারুন-উর-রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত সেনা সদস্য- আবু বক্কর সিদ্দিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষক নাজমুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীবৃন্দ।
খবর৭১/ইঃ