মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রবিগঞ্জঃবানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নে জনৈক্য কিশোরী (১২) কে গণধর্ষণ করেছে দুই লম্পট। গত ২৮ সেপ্টেম্বর দিবাগত রাত উপজেলার রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের জনৈক্য কিশোরীর সঙ্গে একই গ্রামের সাইদুর মিয়ার প্রেমের সম্পর্ক ছিল। সাইদুর তাকে প্রলোভন দেখিয়ে ঘটনার গভীর রাতে ঘর থেকে ওই গ্রামের খোয়াই নদীর চরে নিয়ে যায়। সেখানে ওই কিশোরীকে ধর্ষণ করে প্রেমিক সাইদুর মিয়া ও তার বন্ধু জাহাঙ্গীর মিয়া। বিষয়টি আচ করতে পারে স্থানীয় একটি বিলে পাহারারত ইজারাদার। তিনি ওই কিশোরী শোর চিৎকারে শোনে এগিয়ে যান। এগিয়ে ওই কিশোরীকে মাঠিতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় কয়েকজনকে খবর দিয়ে তারা মেয়েটিকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়। পরে গতকাল সকাল ৮টার দিকে স্থানীরা তাকে হবিগঞ্জ আধুনিক সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি বানিয়াচং থানা পুলিশকে অবহিত করা হলে সুজাতপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় ধর্ষিতার স্বীকার কিশোরীর পক্ষ থেকে গতকাল রাতে বানিয়াচং থানায় ওই দুই লম্পটকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেন।
খবর৭১/এসঃ