চলে গেলেন মুক্তিযোদ্ধা ও প্রবীণ আঃলীগ নেতা গোলাম মওলা আজম

0
450

রাজিব আহমেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, প্রবীণ আওয়ামীলীগ নেতা, শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি গোলাম মওলা আজম (৮৫) বুধবার দিবাগত রাত ৩টায় শাহজাদপুরের নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্নাঃ)।
আজ বৃহস্প্রতিবার (২৭ সেপ্টেম্বর) বাদ জোহর শাহজাদপুর সরকারী কলেজ মাঠে তার মরদেহের প্রতি রাষ্ট্রীয় সন্মানের পর সর্বস্তরের জনসাধারণ, উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে সন্মাননা জানানো হয়। পরে প্রথম নামজে জানাজা অনুষ্ঠিত হয়, জানাজায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজমুল হোসাইন খান , উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মুস্তাক আহমেদ, থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া, যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ হায়দার লিটন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাঃ ইউনুস আলী খান, ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ কাজল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইসলাম শেখ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, পৌর আঃলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, ছাত্রলীগ সভাপতি এম এইচ সুনাম, সাধারণ সম্পাদক রাসেল শেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমেদ প্রতীক।
তারপর বাদ আসর তাঁর গ্রামের বাড়ী উল্টাডাব গ্রামে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শাহজাদপুর রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে ।
ষাটের দশকের তুখোড় ছাত্রনেতা, শাহজাদপুর সরকারী কলেজের সাবেক জিএস,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মওলা আজমের পিতৃ প্রদত্ত নাম ছিল গোলাম আজম। নব্বই দশকের শুরুতে স্বাধীনতা বিরোধী ঘাতক গোলাম আজমের বিরুদ্ধে আন্দোলন শুরু হলে পিতৃ প্রদত্ত নাম বদল করে গোলাম মওলা আজম নামে পরিচিত হন।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here