বসতঘর পুড়ে ভষ্মীভূত হলেও আগুনে পোড়েনী পবিত্র কোরআন

0
584

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে অগ্নিকান্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ভষ্মীভূত হলেও অক্ষত রয়ে গেছে পবিত্র কোরআন শরীফ। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর বাদুরতলা গ্রামে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে অগ্নিকান্ডের সুত্রপাতে নজরুল ইসলাম শিকদারের বসত ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ টাকাসহ কমপক্ষে ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ নজরুল ইসলাম। আগুনে পবিত্র কোর আনের পাশের সাদা অংশ পুড়ে গেলেও অক্ষত রয়েছে ভিতরে লেখা অক্ষরগুলো। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার অসংখ্য লোক ওই দৃশ্য দেখার জন্য বৃহস্পতিবার সকালে নজরুল সিকদারের বাড়িতে ভিড় করেন। জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে মৃত. আব্দুল মজিদ শিকদারের ছেলে নজরুল ইসলাম শিকদারের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। আগুনে নগদ ২ লাখ টাকা, স্বর্ণালংকার, চালসহ সম্পূর্ণ বসতঘরটি পুড়ে যায়। যাতায়াতের রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে না পারায় সম্পূর্ণ ঘরটি পুড়ে ছাই হয়ে য়ায়। বৃহস্পতিবার সকালে ইউপি চেয়ারম্যান এইচ এম মাহামুদ আলীসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here