আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ ডি ডব্লিউ ডিগ্রী সরকারী কলেজের প্রভাষক জাফর আলী সরকার যাদুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারপিট করার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল সুন্দরগঞ্জ পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান নিলে কর্তব্যরত চিকিৎসকরা গুরুতরাহত প্রভাষক- জাফর আলী সরকার যাদুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরআগে সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব-সোনারায় গ্রামের বাড়িতে জমিজমা সম্পর্কিত বিরোধের জের ধরে প্রভাষক জাফর আলী সরকার যাদুকে মারপিট করে প্রতিপক্ষের লোকজন। এতে রক্তাক্ত জখমী হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন প্রভাষক জাফর আলী সরকার যাদু। পরে প্ররতিপক্ষের লোকজন সেখানেও তার উপর হামলা চালিয়ে মারপিট করেছে বলে বিক্ষোভে নেতৃত্ব দানকারী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মিজানুর রহমান, ইব্রাহিম আদম তোফা, আব্দুর রহিম, গোলাম মওলা বাধন, রিপন মিয়াসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা জানান।