আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট ॥ মাদক নির্মুলে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের নবাগত অধিনায়ক লেঃকর্ণেল আনোয়ার হোসেন। বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিজিবি সাংবাদিক মতবিনিময় সভায় এ সহযোগিতার আহবান করেন তিনি। নবাগত অধিনায়ক লেঃ কর্ণেল আনোয়ার হোসেন বলেন, দেশটা আমাদের সবার। তাই দেশের মানুষকে ভাল রাখার দায়িত্বটাও সবার। মাদক সমাজে অশান্তি সৃষ্ঠি করে। তাই মাদক নির্মুল করার সবার দায়িত্ব। মাদক নির্মুলে বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে সাংবাদিকদের প্রতি আহবান জানান তিনি।
একই অনুষ্ঠানে সদ্য বিদেয়ী অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মোর্শদ বলেন, তার দায়িত্ব কালিন সময়ে সাংবাদিক ও জনসাধারনের সহযোগিতায় লালমনিরহাটে সীমান্ত হত্যা শুন্যের কোটা আনা সম্ভব হয়েছে। আগামী দিনেও বিজিবিকে সহযোগিতা করতে সাংবাদিকদের প্রতি আহবান জানান তিনি। বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ন মাঠে মতবিনিময় সভায় বিজিবি’র বিভিন্ন স্থরের কর্মকর্তা এবং লালমনিরহাট ও কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।