গোলাবারুদ বিস্ফোরণে নৌবাহিনীর ২সদস্য নিহত, আহত ৫

0
264

খবর ৭১: বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ চলাকালে গোলাবারুদের বক্স বিস্ফোরিত হয়ে নৌবাহিনীর অন্তত দুই সদস্য নিহত হবার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো পাঁচজন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে। তবে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পতেঙ্গা থানার ওসি (তদন্ত) গাজী ফজলুল আজীম।
তিনি বলেন, ‘পতেঙ্গা নৌ ঘাঁটি থেকে খবর পেয়ে আমরা সেখানে এসেছি। উনারা আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি। তবে যতটুকু শুনেছি বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে নৌবাহিনীর প্রশিক্ষণ চলাকালে তাদের ‘অ্যামুনেশন বক্স’ বিস্ফোরিত হয়ে নৌবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত পাঁচ থেকে ছয়জন গুরুতর আহত হয়েছেন। বিস্তারিত জানতে আরও ঘণ্টা খানেক সময় লাগবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here