ঘোড়াঘাটে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি

0
333

থানায় জিডি
সাংবাদিকদের জরুরী সভা অনুষ্ঠিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় দৈনিক যায়যায় দিন ও দৈনিক বগুড়ার ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলামকে প্রাণ নাশের হুমকি দেয়ায় গত বুধবার ঘোড়াঘাট থানায় একটি জিডি করা হয়েছে। জানা গেছে, ঘোড়াঘাট উপজেলার ডুগডুগীহাটে সরকারি জায়গা দখল করে হাট ইজারাদার ময়নুল মাষ্টার একটি মার্কেট নির্মাণ করছিল। বিষয়টি এলাকাবাসি একাধিকবার উপজেলা নির্বাহী ্অফিসারের নিকট ্অভিযোগ দাখিল করেন। সে সময় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী ্অফিসার টি,এম,এ মমিন সরকারী সফরে বিদেশে থাকায় চলতি দায়িত্বে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শুকরিয়া পারভীন সঙ্গীয় ফোর্স সহ ডুগডুগীহাটে যান। তিনি এ অবৈধ দখলদার হাট ইজারাদার ময়নুল মাস্টারকে ৭ দিনের মধ্যে ঘর ভাঙ্গার নির্দেশ দেন। এ সংক্রান্ত ঘোড়াঘাটে বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা সরেজমিনে গিয়ে ঘটনার স্বচিত্র সংবাদ প্রকাশ করেন। এ সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গত বুধবার বিকেলে ইজারাদার ময়নুল মাস্টার তার ০১৭৬৮৯৮৯১৮৪ নং মোবাইল ফোন থেকে সাংবাদিক শফিকুল ইসলামকে প্রাণ নাশের হুমকী সহ নানা অকথ্য ভাষায় গালিগালাজ করে। বেলা ০৪.৪১ মিনিটে ইজারাদার সদল বলে তারা রাণীগঞ্জে আসে এবং ফোনে সাংবাদিক শফিকুল ইসলামকে ডাকাডাকি করে পুনরায় হত্যার হুমকী ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ ব্যাপারে সাংবাদিক শফিকুল ইসলাম ঘোড়াঘাট উপজেলা কর্মরত সকল সাংবাদিকদের বিষয়টি অবগত করেন এবং ঘোড়াঘাট থানায় বাদী হয়ে একই দিন একটি জিডি করেন। যার জিডি নং- ১০৬৯, তাং- ২৬/০৯/১৮ইং। এ নিয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার ওসমানপুরে ঘোড়াঘাট উপজেলার কর্মরত সকল সাংবাদিকরা এক জরুরী সভায় মিলিত হন। সভায় সর্বসম্মতিক্রমে এ ন্যাক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী বিভিন্ন কর্মসূচী গ্রহনে সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

ঘোড়াঘাট থেকে মোফাজ্জল হোসেন, তাং- ২৭/০৯/১৮ইং, মোবা- ০১৭১৩৭২৪৬৪৮

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here