খবর৭১জগন্নাথপুর প্রতিনিধি:জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে পৃথক অভিযানে ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে এস আই লুৎফুর রহমানের নেতৃত্বে এস আই অনিক চন্দ্র দেবসহ একদল পুলিশ পৌর শহরের কেশবপুর বাজার এলাকা থেকে দেড়শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আবু বক্কর (৫০) কে গ্রেফতার করা হয়েছে। সে পৌর শহরের হবিবপুর আশিঘর এলাকার মৃত ইয়াছিন উল্ল্যার ছেলে। এদিকে ঐ রাতে এস আই অনিক চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাটলী ইউনিয়নের লাউতলা গ্রামে অভিযান চালিয়ে ১০পিট ইয়াবা ট্যাবলেট সহ আল আমিন (৩২) কে গ্রেফতার করে। সে লাউতলা গ্রামের আব্দুল হকের ছেলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের পর আদালতে প্রেরন করা হয়েছে।
খবর৭১/জি