খবর৭১:মঙ্গলবার জাতিসংঘের বার্ষিক এ অধিবেশনে দেওয়া ভাষণে তারা পাল্টাপাল্টি হুমকি ও পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন।
বক্তব্যে তেহরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি তিনি উত্তর কোরিয়া ও বিশ্বায়নের নানা বিষয়ে গুরুত্বারোপ করেন।
ইরানের প্রেসিডেন্ট রুহানি অবশ্য ট্রাম্পের বক্তব্যের জবাবে বলছেন, যুক্তরাষ্ট্র বুদ্ধির দৈন্যতায় ভুগছে। একে বিশ্বাসঘাতকতা বলেও মন্তব্য করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের ৩৫ মিনিটের ভাষণের বেশিরভাগ অংশজুড়েই ছিল ইরান। দেশটির বিরুদ্ধে পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং সিরিয়া, লেবানন ও ইয়েমেনের জঙ্গিগোষ্ঠীগুলোকে নানা ধরনের সহায়তা দিয়ে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ করেন ট্রাম্প।
এদিকে ইরানের প্রেসিডেন্ট রুহানি ট্রাম্পের এ নীতির কঠোর সমালোচনা করেন। ছয় বিশ্বশক্তির সঙ্গে ২০১৫ সালে তেহরানের স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, বহুত্ববাদের বিরুদ্ধে লড়াই করা শক্তিমত্তার নিদর্শন নয়। উল্টো এটি হচ্ছে বুদ্ধির দৈন্যতা। এই বিশ্বাসঘাতকতা মূলত একটি জটিল ও পারস্পরিক সম্পর্কযুক্ত বিশ্বকে বোঝার অযোগ্যতা।
খবর৭১/জি: