বাবা শাকিব খানকে দাওয়াত দিতে মায়ের সঙ্গে এফডিসিতে আব্রাম

0
488

খবর৭১ঃমঙ্গলবার এফডিসিতে ‘কালপ্রিট’ সিনেমার শুটিং করছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। এ সময় হঠাৎ মা অপু বিশ্বাসের সঙ্গে এফডিসিতে হাজির ছেলে আব্রাম জয়। দেখে তো সবার চক্ষু চড়কগাছ। কী ব্যাপার হঠাৎ মা-ছেলে এফডিসিতে!

জানা গেল ২৭ সেপ্টেম্বর আব্রামের জন্মদিন। তাই বাবাকে দাওয়াত কার্ড দিতে এসেছে আব্রাম।

ছেলেকে শুটিং সেটে পেয়ে খুব খুশি হয়ে যান শাকিব খান। এ সময় ছেলের সঙ্গে খেলায় মেতে উঠেন তিনি। বেশ কিছুক্ষণ সময় একসঙ্গে কাটে বাবা-ছেলের। পরে বাবাকে জন্মদিনের কার্ড দিয়ে মায়ের সঙ্গে ফিরে যায় আব্রাম।

আব্রাম এখন বসুন্ধরা আবাসিক এলাকায় মায়ের সঙ্গেই থাকে। একমাত্র ছেলে জন্মদিনের বিষয়ে অপু জানান, আব্রামের তৃতীয় জন্মদিনেও ছোট পরিসরে পার্টির আয়োজন করা হচ্ছে।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার এই জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় পুত্রসন্তান আব্রাম খান জয়। চলতি বছর তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here