খবর৭১;আন্তর্জাতিক অস্ত্রের বাজার থেকে রাশিয়াকে সরিয়ে দেয়ার অশুভ লক্ষ্যে যুক্তরাষ্ট্র অনৈতিক খেলা খেলছে বলে অভিযোগ করেছে মস্কো।
শুক্রবার মস্কোয় রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই অভিযোগ করেন।
পেসকভ বলেন, ট্রাম্প প্রশাসন বেছে বেছে রাশিয়ার অস্ত্র ক্রেতাদের পাশাপাশি রুশ সামরিক বাহিনীর সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক সমরাস্ত্রের বাজার থেকে নিজেদের প্রধান প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দিয়েই যুক্তরাষ্ট্র একটি অসুস্থ ও নীতিহীন প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করছে।
রাশিয়ার কাছ থেকে জঙ্গিবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ অন্যান্য যুদ্ধ সরঞ্জাম কেনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বৃহস্পতিবার চীনের একটি সামরিক সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।এ ছাড়া সম্প্রতি মার্কিন প্রশাসন রাশিয়ার ৩৩ জন প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
খবর৭১/জি