খবর৭১;রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ব্যাপারে ভারতকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। রুশ এই ক্ষেপণাস্ত্র কিনলে ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন।
শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলেছে, এই ধরনের অত্যাধুনিক অস্ত্র ক্রয়কে ‘উল্লেখযোগ্য লেনদেন’ হিসেবে গণ্য করার পাশাপাশি এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সম্প্রতি রাশিয়ার কাছ থেকে চীন এসইউ-৩৫ জঙ্গিবিমান ও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর বেইজিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।
ওই নিষেধাজ্ঞা আরোপের পর রাশিয়া অভিযোগ করেছে, দেশটিকে আন্তর্জাতিক অস্ত্র বিক্রির বাজার থেকে সরিয়ে দিতে চায় আমেরিকা।
খবর৭১/জি