খবর৭১:জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিবাচক সাড়া দিয়েছে। উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের লক্ষ্যে পিয়ংইয়ংয়ের সঙ্গে ফের আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
এর আগে কিম সরাসরি ট্রাম্পের সঙ্গে ফের আলোচনায় বসতে চান। যদিও সে বিষয়ে কোনো স্পষ্ট জবাব দেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
যুক্তরাষ্ট্র আগামী ২০২১ সালের মধ্যে পরমাণু নিরস্ত্রীকরণ চায় বলেও জানিয়েছেন তিনি। এ নিয়ে প্রথমবারের মতো নিরস্ত্রীকরণ নিয়ে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র।
জুনে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি থাকলেও সময়সীমা উল্লেখ করা হয়নি।
খবর৭১/জি: