খবর ৭১ঃ বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, শুক্রবার রাতে উপজেলার জল্লা ইউনিয়নের কারফা বাজারে নান্টুকে গুলি করে হত্যা করা হয়।
নিহত নান্টু (৪০) জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ সুপার বলেন, রাত সাড়ে ৮টার দিকে কারফা বাজারে নিজের দোকান স্বর্ণা গার্মেন্টস অ্যান্ড ক্লোথ স্টোরে বসে ছিলেন নান্টু। দুটি মোটরসাইকেলে করে এসে কয়েকজন তাকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।
তিনি আরো জানান, দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটতে পারে।
তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত ১০টার দিকে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে পৌঁছানোর আনুমানিক ২০ মিনিট আগে তার মৃত্যু হয়। তার বুকে, পিঠে ও পায়ে তিনটি গুলির চিহ্ন রয়েছে।