সুন্দরগঞ্জে ৮ম শ্রেণীর ছাত্রীকে অপহরণকারী গ্রেপ্তার

0
372

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের মামলায় অপহরণকারীকে গ্রেপ্তার করেছে।
থানা সুত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার রামগঞ্জ বাজার থেকে অপহরণকারী ৩ সন্তানের জনক রফিকুল ইসলাম (৩৪) কে গ্রেপ্তার পূর্বক অপহৃতাকে উদ্ধার করেন। গ্রেপ্তারকৃত অপহরণকারী রফিকুল উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পূর্ব বাছহাটী গ্রামের আনছার আলীর পুত্র রফিকুল। সে পার্শ্ববর্তী বুড়াইলপাড়া বিদ্যালয়ের যাতায়াতের পথে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যোক্ত করে আসার একপর্যায়ে অপহরণ করে অন্যত্রে নিয়ে যান। বিষয়টি একাধিকবার মীমাংসার চেষ্টা ব্যর্থ হয়। এব্যাপারে অপহৃতার পিতা থানায় একটি মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান বলেন- অপহৃতা ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ও অপহরণকারীকে আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here