খবর ৭১ঃ আফগানিস্তানের বিপক্ষে ১৩৬ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। স্বাভাবিক ভাবেই এটি নিজেদের ক্রিকেট ইতিহাসে আরেকটি লজ্জার হার। অথচ এই বাংলাদেশ শ্রীলঙ্কাকে উড়িয়ে ১৩৭ রানের জয়ে সংযুক্ত আরব আমিরাতে শুরু করেছিল এশিয়া কাপের আসর।
বলার অপেক্ষা রাখেনা আবুধাবিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে যেন আকাশ থেকে মাটিতে পতন। ভারতের বিপক্ষে আজ দ্বিতীয় রাউন্ডে মাঠে নামার আগে সত্যি এমন হার দলের জন্য বড় ধাক্কা। কিন্ত কেন এমন বিপর্যয়! ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে সাধারণ দর্শক পর্যন্ত এমন বাজে হারের জন্য কাঠগড়াতে দাড়াতে হবে দলে সুযোগ পাওয়া তরুণ ও নতুনদেরই। বিশেষ করে যারা ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহদের দায়িত্ব নিতে। অধিনায়ক মাশরাফি বিন মুতর্জার অনুরোধ ছিল অন্ততো সিনিয়রদের স্বস্তি দিতে জুনিয়ররা পারফরম্যান্স করবে। কিন্তু তার সেই আশায় গুড়ে বালি দিয়েছেন লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্তরা। আফগানদের ৭ উইকেট হারিয়ে করা ২৫৫ রানের জবাব দিতে নেমে টাইগাররা গুটিয়ে গেছে মাত্র ১১৯ রানে।