ইন্টারনেট গ্রাহক ৯ কোটি ছাড়াল

0
392

খবর৭১ঃবাংলাদেশে বর্তমান দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৯ কোটি ৫ লাখ। এর মধ্যে প্রায় সাড়ে ৮ কোটিই ইন্টারনেট ব্যবহার করেন মোবাইল ফোনে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আজ বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারকারীদের এ পরিসংখ্যান প্রকাশ করেছে।

বিটিআরসি আগস্ট মাস পর্যন্ত হালনাগাদ করে এ পরিসংখ্যান প্রকাশ করেছে। এদের মধ্যে ৮ কোটি ৪৭ লাখ মোবাইল ফোন ইন্টারনেট ব্যবহারকারী, ৫৭ লাখ ৩৩ হাজার ব্রডব্যান্ড ব্যবহারকারী এবং বাকি ৮৩ হাজার ওয়াইম্যাক্স ব্যবহারকারী।

বিটিআরসির হিসাবে, চারটি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১৫ কোটি ৪১ লাখ ৭৯ হাজার। সাত কোটি ৭ লাখ ৯ হাজার গ্রাহক নিয়ে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। তাদের পরে রয়েছে রবি, চার কোটি ৬১ লাখ ৩২ হাজার গ্রাহক নিয়ে। বাংলালিংকের গ্রাহক তিন কোটি ৩৪ লাখ ৬৬ হাজার এবং রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের গ্রাহক সংখ্যা ৩৮ লাখ ৭৩ হাজার।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here