ফুলছড়িতে বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত: ব্রহ্মপুত্র’র পানি ৭ সেমি উপরে

0
281

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের পানি বিপদ সীমার ৭ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে, জেলা শহরে ঘাঘট নদী, গোবিন্দগঞ্জের করতোয়া ও সুন্দরগঞ্জ পয়েন্টে তিস্তা নদীর পানি সামান্য বৃদ্ধি অব্যাহত থাকলেও এসব নদীতে এখনও বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানিয়েছে, ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়িঘাট পয়েন্টে বিপদসীমার ৭ সেমি উপর দিয়ে প্রবাহিত হয়। এদিকে, ব্রহ্মপুত্র নদের পানির চাপে ফুলছড়ি উপজেলার পূর্ব- কি পাড়ার টিআর বাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ফলে ঐ এলাকার রাস্তাঘাট ডুবে যাওয়ায় জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া, জেলার ৪০টি প্রাথমিক বিদ্যালয়ে পানি প্রবেশ করায় সেগুলোতে পাঠদান বন্ধ রাখা হয়েছে বলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here