বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে বর্তমান সরকারের সাফল্য ,অর্জন এবং উন্নয়ন ভাবনা বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে শতাধীক মা’দের উপস্থিতিতে মোরেলগঞ্জ উপজেলার পুটিয়া আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় চত্তরে এ সমাবেস অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা তথ্য কর্মকর্তা ফরিদ উদ্দীন। জেলা সহকারী তথ্য কর্মকর্তা পাভেল দাসের সভাপতিত্বে সমাবেশে সরকারের সাফল্য এবং উন্নয়ন তুলে ধরে বক্তব্য রাখেন বনগ্রাম আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান নাজমুন নাহার। এসময় অন্যান্যে’র মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নিখিল চন্দ্র মুখার্জি, মোঃ বাবুল শেখ, মোঃ শহিদুল শেখ প্রমুখ।সভা সার্বিক পরিচালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক মো: শহিদুল ইসলাম। সমাবেশে বক্তারা স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, মাদকের কুফল, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ,আশ্রয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ,নারীর ক্ষমতায়নসহ সরকারের নানাকর্মকান্ড তুলে ধরে বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে সরকারের বিভিন্ন বিভাগ কাজ করে যাচ্ছে।
খর৭১/ইঃ