খবর৭১:প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে না জিততে পারলে ক্ষমতা অন্যের হাতেও দিতে পারে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ বলেছেন, ‘আগামি নির্বাচন যদি হয়। আর সে নির্বাচনে যদি আওয়ামী লীগ ১৫১ আসন না পায়। তাহলে ক্ষমতা অন্যের হাতে দিয়ে দিবে।’
বুধবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে চেতনা বাংলাদেশ এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারীদের প্রতিবাদ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এমাজউদ্দিন আহমেদ বলেন, ‘আগামি সংসদ নির্বাচন যদি হতে হয় তাহলে সংসদ ভেঙে দিতে হবে এবং বেগম খালেদা জিয়াসহ বিএনপির নেতাকর্মীদের নামে যে ৭৮ হাজার মামলা হয়েছে তা তুলে নিতে হবে। তাহলে দেশে নির্বাচন হবে, তাছাড়া কিসের নির্বাচন। কোনো নির্বাচন এই দেশে হবে না।’
ঢাবির সাবেক এই ভিসি বলেন, ‘আওয়ামী লীগ সরকার নির্বাচনকে বৃদ্ধা আঙ্গুল ৫ জানুয়ারি থেকে দেখানো শুরু করে নাই, তারা বঙ্গবন্ধুর সময় থেকে নির্বাচনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে গণতন্ত্র হরণ করছে।’
তিনি বলেন, ‘হাসিনা ক্ষমতা দখল করার জন্য শুধু গণতন্ত্র হরণই না, যা করার দরকার তাই করছে। মিথ্যাচার-অপপ্রচারসহ মিথ্যা, মামলা, খুন, গুম সবই করছে। তবে তাদের সময়ও শেষ হয়ে এসেছে।’
এমাজউদ্দিন বলেন, ‘বর্তমানে সরকার পক্ষ থেকে বলা হয়- দেশের উন্নয়নের ধারা চালু করেছে শেখ হাসিনা, এটা একেবারে মিথ্যাচার। কারণ দেশের উন্নয়নের ধারা চালু করেছে বেগম খালেদা জিয়া, ১৯৯১ সালে ভ্যাট চালু করার মাধ্যেমে।’
খবর৭১/জি: