দরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি দরে বিক্রির ৩২ বস্তা চাউলসহ আটক ২-

0
229

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ দরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি দরে বিতরণের ৩২ বস্তা সরকারি চাউলসহ ২ জনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে তাদেরকে হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় কোর্ট স্টেশন ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান বাদী হয়ে রাতেই একটি মামলা দায়ের করেছেন। আটককৃতরা হলেন সদর উপজেলার রিচি গ্রামের হাসু মিয়ার ছেলে নায়েব আলী (৩০) ও একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে রাজ্জাক মিয়া (৪৫)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাতে হবিগঞ্জ-লাখাই সড়কে ব্যাটারি চালিত ইজিবাইক বোঝাই করে সরকারি চাল পাচারের উদ্দেশ্যে হবিগঞ্জ শহরের দিকে আনা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে কোর্ট স্টেশন ফঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া হাসানের নেতৃত্বে একদল পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান নেয়। চাউলসহ ইজিবাইক ফাঁড়ির সামনে পৌঁছলে পুলিশ তাদের আটক করে। এ সময় জিজ্ঞাসাবাদে তারা কোন সদুত্তর দিতে পারেনি। পরে পুলিশ চাউলসহ আটককৃতদেরকে সদর থানায় নিয়ে যায়। সেখানে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায় চাউলগুলো তারা চৌধুরী বাজারের দিকে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল।থানায় আটককৃতরা দাবি করেন তারা চাউলগুলো ক্রয় করে নিয়ে এসেছিল। কিন্তু কার কাছ থেকে ক্রয় করেছে তা তারা জানাতে পারেনি।এ ব্যাপারে কোর্ট স্টেশন ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান, রিচি ইউনিয়ন থেকে এসব সরকারি চাল তারা বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে চাউলসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here