মুকুরুল ইসলাম মিন্টু চৌগাছা (যশোর)ঃ যশোরের চৌগাছায় আওয়ামীলীগ কর্মীর হামলায় অপর এক আওয়ামীলীগ কর্মী মারাত্মক আহত হয়েছে। বর্তমানে তিনি যশোর আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি আছেন। উপজেলার সৈয়দপুর গ্রামে সোমবার সকালে এই হামলার ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয় আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। যে কোন মুহুর্তে সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসি।
আহতের পরিবার ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, হামলায় আহত আওয়ামীলীগ কর্মী সৈয়দপুর গ্রামের মৃত মশলেম উদ্দিনের ছেলে জুলকান হোসেন (২৮)। সে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম হাবিবুর রহমান গ্রুপের একজন সক্রিয় কর্মী। সম্প্রতি এসএম হাবিবুর রহমান একটি বিশাল শো-ডাউন বের করেন। ওই শো-ডাউনে অংশ নেয় জুলকান হোসেন। এ নিয়ে এমপি গ্রুপের সমার্থক সৈয়দপুর গ্রামের সোবাহানুল হোসেন বাবু ওরফে বাবু মেম্বর তাকে নানা ভাবে হুমকি দিয়ে আসছিল। সোমবার সকালে সৈয়দপুর বাজারে এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায় কোন কিছু বুঝে উঠার আগেই বাবু মেম্বরের নেতৃত্বে লোকমান হোসেন, মুসা মিয়া, আক্কাস আলী, বিল্লাল হোসেন, মুক্তার আলী লোহার রড ও হাতুড়ী দিয়ে পিটিয়ে তার হাত পা ভেঙ্গে দেয়। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে যশোর আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করেন। এলাকাবাসি জানান, বাবু মেম্বর তার আধিপাত্য বিস্তারে সেখানে একটি বাহিনী গড়ে তুলেছে। এই বাহিনী দিয়ে সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েক করেছে। তার নামে একাধিক মামলা থাকলেও তাকে আটক করা হয়না। ক্ষমতার দাপটে সে ধরাকে সরা জ্ঞান করেনা। এ বিষয়ে বাবু মেম্বরের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, টাকা চুরিকে কেন্দ্র করে গ্রামে একটি বৈঠক বসে। সেখানে উভয় পক্ষ তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায় হামলা পাল্টা হামলায় সে আহত হয়। এ ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন। এদিকে হামলার ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। স্থানীয় আওয়ামীলীগের উভয় গ্রুপের মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা। যে কোন মুহুর্তে সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসি। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
খবর৭১/এসঃ