নড়াইলে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্ত্রী শুভ্রা মুখার্জীর ৭৮তম জন্মবার্ষিকী পালিত

0
286

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: ভারতের বিদায়ী রাষ্ট্রপতি প্রনব মূখার্জীর স্ত্রী নড়াইলের মেয়ে শুভ্রা মুখার্জীর ৭৮ জন্মদিন পালিত হয়েছে।গত ১৭ আগষ্ট (সোমবার) বিকালে শুভ্রা মুখার্জী’র মামাবাড়ি নড়াইলে সদরের তুলারামপুর আশার আলো মহাবিদ্যালয়ে জন্মদিনের আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, জন্মদিনের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.সোহরাব হোসেন বিশ্বাস। নড়াইল জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড.গোলাম নবীর সভাপতিত্বে জন্মদিনের আলোচনা করেন জেলা বারের সাধারন সম্পাদক এ্যাড.পরিতোষ কুমার বাগচী, শুভ্রা মুখার্জীর ভাই কানাই লাল ঘোষ ও মামাতো ভাই কার্তিক ঘোষ। এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবটির সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জি ১৯৪০ সালের ১৭ সেপ্টেম্বর নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম অমরেন্দ্রনাথ ঘোষ, মা মীরা রানী ঘোষ। শৈশবকালে তুলারামপুর গ্রামে মামাবাড়ি থেকে চাচড়া প্রাথমিক বিদ্যালয়ে তৃত্বীয় শ্রেণী পর্যন্তু লেখাপড়া করেন। এরপর থেকে তিনি ভারতে গিয়ে লেখাপড়া শুরু করেন। ৯ ভাই-বোনের মধ্যে শুভ্রা ছিলেন দ্বিতীয়। দেশ স্বাধীনের পর নাড়ির টানে ১৯৯৫ সালে মেয়ে শর্মিষ্ঠাকে নিয়ে শুভ্রা বেড়াতে এসেছিলেন নড়াইলে। ২০১৩ সালের ৫ মার্চ ভারতের রাষ্ট্রপতি প্রনব মুখার্জী তিন দিনের সফরে বাংলাদেশে এসে স্ত্রী শুভ্রা মুখার্জীকে নিয়ে শ্মশুরাড়ি নড়াইলের ভদ্রবিলা গ্রামে বেড়াতে আসেন। ২০১৫ সালের ১৮ আগষ্ট ৭৫ বছর বয়সে ভারতের আর্মি হসপিটাল (রিসার্চ অ্যান্ড রেফারেল) হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here