ছাতকে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে ভ্রাম্যমান আদালতের অভিযান

0
287

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে গণসচেতনতা বৃদ্ধিতে সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোনিয়া সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার দুপুর থেকে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রে সামনে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিলেট-সুনামগঞ্জ সড়কে চলাচলরত মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় কাগজ-পত্র পরীক্ষা-নিরিক্ষা করেন তিনি। যেসব যানবাহানের সবকিছু সঠিক পেয়েছেন সেসব গাড়ির চালকদের সরকারের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোনিয়া সুলতানা মিষ্টিমুখ করিয়েছেন এবং যেসব গাড়ির কাগজ-পত্র ত্র“টিযুক্ত ছিল তাদের কাগজ-পত্র দ্রুত সময়ের মধ্যে আপডেট করার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি প্রয়োজনীয় কাগজ-পত্র দেখাতে না পারায় মোটর সাইকেলসহ বেশ কয়েকটি যানবাহনকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোনিয়া সুলতানার এ কার্যক্রমকে এলাকার লোকজন সাধুবাদ জানিয়েছেন। এসময় উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নূর মোহাম্মদ খান, জাউয়া উপসহকারী ভুমি কর্মকর্তা কামাল হোসেন, রেবুল কুমার দাস প্রমুখ উপস্থিত ছিরেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here