বাগেরহাটের মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি – সম্পাদকসহ ৯ জনের নামে নাশকতার মামলা

0
268

বাগেরহাট প্রতিনিধি:
এবার নাশকতা মামলায় আসামী হলেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি সহ ৯ নেতাকর্মী। শনিবার রাতে পুলিশ বাদি হয়ে মোল্লাহাট থানায় নাশকতার অভিযোগে তাদের নামে এই মামলা দায়ের করেন।
এমামলায় যাদেরকে আসামী করা হয়েছে তারা হলেন, মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারন সম্পাদক শেখ শাহেদ আলী, যুবদল নেতা মফিজ শরীফ, ইমদাদ সরদার, জিয়া সেখ, মুরাদ চৌধুরী, হাসান সেখ, পরশ সেখ, জাকির মোল্লা।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম খায়রুল আলম বলেন, উপজেলার কাহালপুর এলাকায় শনিবার রাতে আসামীরাসহ ৩০-৩৫ বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা জড়ো হয়ে জনগনকে ভয়ভীতি প্রদর্শন করছে। এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে গেলে তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আটকের চেষ্টা চলছে।
তবে জেলা বিএনপির সভাপতি এমএ সালাম বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীরা যাতে মাঠে থাকতে না পারে সেজন্য হয়রানীমুলক মিথ্যা অভিযোগ এনে নাশকতার মামলা দায়ের করেছে। আমরা জেলার বিভিন্ন থানায় এই হয়রানীমুলক মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here