​৯ম-১৩তম গ্রেডে কোটা না রাখার সুপারিশ

0
262

খবর ৭১ঃ প্রথম ও দ্বিতীয় শ্রেণির (৯ম-১৩তম গ্রেড) চাকরিতে কোটা পদ্ধতি না রাখার সুপারিশ করেছে কোটা সংস্কার, বাতিল ও পর্যালোচনায় গঠিত সরকারি কমিটি। এই কমিটি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন দিয়েছে।

সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রতিবেদন তুলে দেন কমিটির প্রধান মোহাম্মদ শফিউল আলম।

তিনি জানান, ‘ আমারা প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন তুলে দিয়েছি। সরকারি চাকরিতে নবম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত যে প্রাথমিক নিয়োগ হয়, সে নিয়োগে কোনো কোটা থাকবে না।’

কিভাবে ও কবে এ প্রজ্ঞাপন জারি হতে পারে জানতে চাইলে তিনি বলেন, এই প্রতিবেদন জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে আবার প্রধানমন্ত্রীর দফতরে অনুমোদনের জন্য যাবে। প্রধানমন্ত্রীর দফতরের অনুমোদন পাওয়ার পর তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন পাওয়ার পর এ প্রজ্ঞাপন জারি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here