আশুলিয়ায় গাড়ি থামিয়ে তিন হিজড়াসহ ৪ জনকে গুলি

0
442

খবর ৭১: আশুলিয়ায় গাড়ি থামিয়ে তিন হিজড়াসহ চারজনকে গুলি করেছে দুর্বৃত্তরা।
সোমবার বেলা ১১টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার মরাগাং এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- হিজড়া শিখা, আব্দুল্লাহ ওরফে রাশিদা, এলাইচ ও গাড়িচালক নূর নবী। তাদের গুরুতর অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, একটি প্রাইভেটকারে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তিন হিজড়া ঢাকার উত্তরার উদ্দেশ্যে রওনা দেয়। পরে আশুলিয়ার মরাগাং এলাকায় পৌঁছলে অপর একটি প্রাইভেটকারের ভেতরে থাকা কয়েকজন তাদের গতিরোধ করে।
এ সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে গাড়ির চালকসহ তিন হিজড়া গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
তবে কে বা কারা, কি উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here