নড়াইলে সাপের কামড়ে সদর হাসপাতালে শিশুর মৃত্যু

0
349

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলে সাপের কামড়ে মাসুরা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৬ সেপ্টেম্বর) রাত ২টার দিকে নড়াইল সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মাসুরা নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান,পারিবারিক সূত্রে জানা যায়, জেলার লক্ষীপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মকলুকাত শেখের মেয়ে মাসুরা রাতের খাবার খেয়ে রাত ৯টার দিকে বড় বোনের সাথে ঘুমিয়ে পড়ে। খাটে ঘুমন্ত অবস্থায় মাসুরার ঘাড়ের নিচে বিষধর সাপ কামড় দেয়। রাত দেড়টার দিকে নড়াইল সদর হাসপাতালে আনার পর মাসুরার শরীরে ভ্যাকসিন দেয়া হলেও তা কাজে লাগেনি। নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মহিউদ্দিন  আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, মাসুরাকে চিকিৎসা দেয়ার সময়ই তার মৃত্যু হয়েছে। সাপে কামড়ানোর অনেক পরে তাকে হাসপাতালে আনা হয়।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here