উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২ গ্রাম হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার রাতে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মেঘুলা গ্রাম থেকে সোহেল রানা (৩২) ও রুবেল মিয়া (২০) নামের দুই জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন সোহেল রানা এনায়েতপুর থানার বেতিল গ্রামের সরহাব আলীর ছেলে ও রুবেল মিয়া বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া গ্রামের শাজাহান শেখের ছেলে।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মেঘুলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ গ্রাম হিরোইন জব্দ করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে থানায় ইতি পূর্বে একাধিক মাদকদ্রব্য মামলা রয়েছে। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর৭১/এসঃ