খবর ৭১: যত বড় ভিআইপি হোন না কেন, সড়কে সবাই আইন মানতে বাধ্য।
বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার নগরভবনে আয়োজিত ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আয়োজিত ১১তম সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, জনদুর্ভোগ কমাতে ডিসেম্বর পর্যন্ত রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ থাকবে।
সড়ক পরিবহন আইন আগামী ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে উত্থাপন করা হবে। অক্টোবরে শেষ অধিবেশনে ওই আইন পাস হবে।
তিনি বলেন, সংবিধান বহির্ভুত কোন চাপের কাছে নতি স্বীকার করবে না সরকার।
এ সময় মোটরবাইকে শিশু আরোহীদের জন্যও হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দেন তিনি।