নড়াইলে বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

0
514

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ৩য় ধাপে জাতীয়করণ বি ত বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে নড়াইলে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ বে-সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার আয়োজনে আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, গতকাল সোমবার বেলা ১১টায় নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের,সামনে এ কর্মসুচি পালনকালে বক্তব্য রাখেন বাংলাদেশ বে-সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি নড়াইল জেলা কমিটির সভাপতি সৈয়দ মাহবুব আলী, সাধারণ সম্পাদক কিশোর কুমার গোস্বামী, রেজাউল করিম, মোঃ মিজানুর রহমান, ফেরদৌসী খানম প্রমুখ। শিক্ষকরা বলেন, গনতন্ত্রের মানষকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৯ জানুয়ারি বাংলাদেশের ২৬ হাজার ৯ শত ১৩টি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষনা দেন। জাতীয়করণ কালিন ২৬ হাজার ১৯৩টি বিদ্যালয় পরিসংখ্যান করা হলেও এ সময় সঠিকভাবে পরিসংখ্যান না করার কারণে দেশের বিভিন্ন জেলায় জাতীয়করণ যোগ্য আরো আরো ৪ হাজার ১৫৯টি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পড়ে যায়। ফলে এ সকল বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ তাদের বিদ্যালয় জাতীয়করণের দাবি জানিয়ে আসছেন । কিন্তু তাদের সে দাবি পূরণ না হওয়ায় কয়েক হাজার শিক্ষক/কর্মচারি দীর্ঘদিন যাবৎ মানবেতরভাবে জীবন যাপন করছেন। চলতি বছরের ২১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ পর্যন্ত ১৮দিন বাংলাদেশ বে-সরকারি প্রাথমিক শিক্ষকরা অনশন পালনের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে ২০ ফেব্রুয়ারি তালিকা বর্হিভূত প্রাথমিক বিদ্যালয়সমূহে জাতীয়করণে হালনাগাদ তথ্য চাওয়া হয় । ঐ সময় প্রাথমিক ও গণশিক মন্ত্রী মহোদয় সঠিত তথ্য না দেওয়ায় পূণঃরায় শিক্ষরা দাবি আদায়ের লক্ষে ৬ সেপ্টেম্বর ২০১৮ জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসুচি পালনের সময় পুলিশ শিক্ষকদের বাধা প্রদান করে এবং ৫জন শিক্ষককে আটক করে। শিক্ষকরা অবিলম্বে জাতীয়করণ বি ত বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান। শিক্ষক নেতৃবৃন্দ নড়াইল জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরির মাধ্যমে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্মারকলিপি প্রদান করেন। জাতীয়করণ থেকে বাদ পড়া নড়াইল পুলিশ লাইন প্রাথমিক বিদ্যালয়সহ ১১টি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক / কর্মচারিরা উপস্থিত ছিলেন ।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here