দুপচাঁচিয়ায় এমপির বরাদ্দকৃত গাছের চারা বিতরণ

0
936

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মাসিক সভার সিন্ধান্তের আলোকে জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার কর্মসূচীকে আরও সফলভাবে বাস্তবায়ন ও গতিশীল করার লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্যদের অনুকুলে বরাদ্দপ্রাপ্ত ৫হাজার টি গাছের চারা দুপচাঁচিয়া ও আদমদীঘি সংসদীয় এলাকায় বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে দুপচাঁচিয়া সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রে এ গাছের চারা বিতরণ করেন দুপচাঁচিয়া-আদমদীঘি এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নূরুল ইসলাম তালুকদার। এসময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান, উপজেলা জাপার সাধারণ সম্পাদক এস,এম সাহিদ, উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব, জেলা ছাত্রসমাজের আহবায়ক ফরহাদ হোসেন খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মিল্টন রহমান, বড়নিলাহালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল হক তালুকদার, কাথহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমএম শওকত হোসেন শামীম, বাগানমালী আব্দুল জলিল, রফিকুল ইসলাম প্রমুখ।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here