খবর৭১ঃ
জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানী নিজের কাজের মধ্য দিয়ে জাতির হৃদয়ে স্থায়ী আসন লাভ করে আছেন। তিনি ছিলেন আজীবন গণতন্ত্রী ও মানবতাবাদী। আমাদের মহান মুক্তিযুদ্ধে সর্বাধিনায়কের দায়িত্ব পালনের মধ্য দিয়ে বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানী জাতির জন্যে অহংকার বয়ে আনেন। তার জন্মদিনে সিলেট মোবাইল পাঠাগারের যাত্রা শুরু। আলোকিত মানুষ সৃষ্টিতে সিলেট মোবাইল পাঠাগারও ওসমানীর মতো স্বমহিমায় মাথা উঁচু করে দাঁড়াবে।
সিলেট মোবাইল পাঠাগারের উদ্যোগে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গনি ওসমানীর জন্¥ শতবার্ষিকী পালন ও সিলেট মোবাইল পাঠাগারের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন। নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মেট্টোপলিটন ল’ কলেজ ভবন মিলনায়তনে গত শনিবার সন্ধ্যায় সিলেট মোবাইল পাঠাগার ৬৮৮তম সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক-লেখক মুহম্মদ বশিরুদ্দিন। আলোচনায় অংশ নেন, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, অধ্যাপক এম.এ হান্নান, এডভোকেট মো. আব্দুল মালিক, সাবেক এপিপি এডভোকেট শাহআলম মহিউদ্দিন, কলামিস্ট এম এ মালিক চৌধুরী। পঠিত লেখা নিয়ে আলোচনা করেন কবি অধ্যাপক বাছিত ইবনে হাবীব।
সাহিত্যকর্মী তাসলিমা খানম বীথি’র উপস্থাপনায় টি এ সুলেমান’র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সাহিত্য আসরে লেখা পাঠে অংশ নেন ঔপন্যাসিক সিরাজুল হক, আব্দুস শহিদ মাটি, জুবের আহমদ সার্জন, সৈয়দ মুক্তদা হামিদ, মো. আব্দুল বাছিত, জয়নাল আবেদিন বেগ, কুবাদ বখত চৌধুরী রুবেল, সাজন আহমদ সাজু, আব্দুল কাদির জীবন, নুরুল ইসলাম রাফি ও সৈয়দ কামরুল হাসান প্রমুখ। গান পরিবেশন করেন গীতিকার বাহা উদ্দিন বাহার।
ক্যাপশন: মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গনি ওসমানীর জন্¥ শতবার্ষিকী উদযাপন ও সিলেট মোবাইল পাঠাগারের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্য রাখছেন প্রবীণ সাংবাদিক মুহম্মদ বশিরুদ্দিন
খবর৭১/ইঃ