নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভায়,ডিসি ও এসপি

0
375

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলার জয়পুর আলীয়া মাদ্রাসায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী।ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল পুলিশ সুপার মো. জসিম উদ্দিন (পি.পি.এম), পৌর মেয়র আশরাফুল আলম, পরিবেশ বিষয়ক আহবায়ক কাজী হাফিজুর রহমান, শাখার আহবায়ক মারুফ সামদানী। সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এম.এম. আরাফাত হোসেন, ওসি প্রবীর কুমার মিত্র, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও নোয়াগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়জুল হক রোম, নবগঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন মোল্যা, নড়াইল জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করীম মুন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজন। আলোচনা শেষে এক বর্ণাঢ্য র‌্যালী মাদ্রাসা প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। র‌্যালীতে সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here