গোপালগঞ্জে দূর্ধর্ষ চুরি সংঘটিত

0
365

এম শিমুল খান প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের বড়ফা গ্রামে তরু মিনার বাড়ীতে দূর্ধর্র্ষ চুরি সংঘটিত হয়েছে। সোমবার দিবাগত রাতে এ চুরি সংঘটিত হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েকজন চোর দ্বিতল ওই বাড়ীর জানালার গ্রীল ভেঙ্গে বাড়ীর ভিতরে প্রবেশ করে মূল্যবান জিনিষপত্র চুরি করে নিয়ে যায়।
বাড়ীর মালিক তরু মিনা জানান, তিনি ঢাকায় ব্যবসা করেন। সেই সুবাদে পরিবারের সবাই ঢাকায় বসবাস করেন। সোমবার তিনি ঢাকা থেকে তার গ্রামের বাড়ীতে আসেন। ওই রাতে তিনি গোপালগঞ্জ শহরে তার এক আত্মীয়র বাসায় অবস্থান করেন। মঙ্গলবার সকালে গ্রামবাসী তার বাড়ীতে চুরি হয়েছে বলে জানায়। পরে তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন বাড়ীর নীচ তলার জানালার গ্রীল ভেঙ্গে চোর ভিতরে প্রবেশ করে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। পূর্ব শত্রুতার জের এ চুরি সংঘটিত হতে পারে বলে তিনি ধারনা করছেন।
গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি হযরত আলী জানান, আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here