মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার করাঙ্গী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।সোমবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচার মোঃ জসীম উদ্দিন এ রায় প্রদান করেন।কারাদন্ড প্রাপ্তরা হলেন- উপজেলার বক্তারপুর গ্রামের মোঃ আফরুজ মিয়া, জসীম উদ্দিন, মোঃ শাহাবাজ মিয়া, মোঃ নুরউদ্দিন, শাহিদ মিয়া ও মোশাহিদ খাঁন। তাদেরকে ৩ মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমান করা হয় এবং মো. উজ্জ্বল ও মো. আল আমিনকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড করা হয়েছে।এর আগে সোমবার দুপুরে উপজেলার করাঙ্গী নদীর গোহারয়া গ্রামের ঘাট থেকে নৌকাসহ তাদেরকে আটক করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মো. জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের জরিমানা করা হয়েছিল। তারা জরিমানা পরিশোধ করতে না পারায় কারাদন্ড ভোগ করতে হচ্ছে। তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
খবর ৭১/ইঃ