খবর৭১:নেপালের কাঠমান্ডুতে সদ্য অনুষ্ঠিত ৭ জাতির জোট বিমসটেক ৪র্থ শীর্ষ সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সময় মতোই নির্বাচন হবে, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় কেউ তা ঠেকাতে পারবে না। বিমসটেক সম্মেলন নিয়ে রোববার (০২ সেপ্টেম্বর) বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘নির্বাচনে কারচুপি করতে পারবে না বলেই ভোটগ্রহণে ইভিএম পদ্ধতির বিরোধিতা করছে তারা। বিএনপির নির্বাচনে অংশ নেয়া না নেয়ার বিষয়ে সরকারের কিছু করার নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন ‘তাদের সঙ্গে কোনো সংলাপ নয়।’
নেপালের কাঠমান্ডুতে সদ্য অনুষ্ঠিত বিমসটেক ৪র্থ শীর্ষ সম্মেলনযেখানে উঠে আসে অর্থনৈতিক এ বাণিজ্যিক জোটের এবারের সম্মেলনের নানা দিক। পরে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে সমসাময়িক রাজনীতির নানান দিক। একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে অংশ নেবার সিদ্ধান্ত প্রত্যেক দলের নিজস্ব।
এ সময় শেখ হাসিনা বলেন, ‘বিএনপির নির্বাচনে আসার বিষয়ে সরকারের কিছু করার নেই। এটা তাদের নিজস্ব ব্যাপার। খালেদা জিয়ার ছেলে মারা যাওয়ার পর যখন তার বাসায় গেলাম আমার মুখের ওপর দরজা বন্ধ করে দেয়া হলো আমাকে ঢুকতে দিল না। সেদিন থেকে সিদ্ধান্ত নিয়ে আমি আর ওদের সঙ্গে কথা বলবো না। তাদের সঙ্গে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হবে না।’
নির্বাচনে ইভিএমের ব্যবহার ও বিএনপির বিরোধিতা নিয়েও কথা বলেন সরকারপ্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো এটা আমাদের ঘোষণা ছিল। এটা তারই একটা অংশ। নির্বাচনকে স্বচ্ছ ও জবাবদিহি করার লক্ষে ছবিসহ ভোটার তালিকা করা হয়েছে। আমরা চেয়েছি মানুষের ভোটের অধিকার মানুষের হাতে থাকুক। ইভিএম নতুন প্রযুক্তি।’
তিনি আরও বলেন, ‘এটার বিরুদ্ধে বিএনপি খুব বেশি সোচ্চার। দুইটা সিল মেরে হাতে নিয়ে টাকা পায় এভাবে বহু নির্বাচন কারচুপি তারা করেছে। ইভিএম হলে তো ওই কারচুপি থাকবে না। একটার জায়গায় দুইটা তিনটা করতে পারবে না। সিল মেরে ব্যালট বাক্স ভরতে পারবে না। সেজন্যেই তারা আপত্তি জানাচ্ছে।’
শেখ হাসিনা বলেন, ‘সংবিধান অনুসরণ করে যথা সময়েই নির্বাচন হবে।’
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইন বিশেষজ্ঞ বলেছেন আদৌ নির্বাচন হবে কিনা! ড. কামাল হোসেনকে আমার প্রশ্ন তিনি আদৌ নির্বাচন চান কিনা! আমি চায় রাজনৈতিক জোট হোক সবাই নির্বাচনে আসুক। নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে এতে কোনো সন্দেহ নেই। জনগণের ভোট চুরি করতে তো আসিনি। জনগণ যদি সঙ্গে থাকে এই নির্বাচন কেউ বানচাল করতে পারবে না।’
খবর৭১/জি: