হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে যথাযত মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়। গতকাল রোববার সকালে ছাতক শহরের মহাপ্রভুর আখড়া প্রাঙ্গন হতে শ্রীকৃষ্ণের প্রতিকৃতিসহ বের করা হয় এক বর্নাঢ্য র্যালী। র্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। র্যালীতে অংশ নেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী ছাড়াও মহাপ্রভু আখড়ার সেবায়িত হিমাদ্রি গোস্বামী মহর, উদযাপন কমিটির আহবায়ক মহন্ত রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এড. পীযুষ ভট্টাচার্য্য, সাধারন সম্পাদক রবীন্দ্র কুমুার দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষরে সভাপতি অধ্যাপক হরিদাস রায়, সাধারন সম্পাদক বাবুল পাল,মহাপ্রভু আখড়া পরিচালনা কমিটির সভাপতি গৌরাঙ্গ চক্রবর্ত্তী, ছাতক থানার এসআই অরুন দাস, সাংবাদিক বিজয় রায়, রনজিত চৌধুরী, কৃষ্ণদাস রায়, উদযাপন কমিটির সদস্য সচিব কালিদাস পোদ্দার, কোষাধ্যক্ষ চম্পু দত্ত, উপজেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক স্বপন পাল, যুব মহাজোটের সভাপতি অপু দেবনাথ, বাগবাড়ী কালী মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মিঠন রায়, উদযাপন কমিটির গোবিন্দ ঘোষ, সৌরভ দাস, রাজু দাস, শৈব দেসহ সনাতন ধর্মাবলম্বি নারী-পুরুষ। বিকেলে আখড়া প্রাঙ্গনে শ্রীমতভাগভত গীতা পাঠ অনুষ্ঠিত হয়। পবিত্র গীতা পাঠ করেন মহাপ্রভু আখড়ার সেবায়িত হিমাদ্রি গোস্বামী মহর। সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় ভক্তিমুলক গানের অনুষ্ঠান। এ ছাড়া জাউয়া খিদ্রাকাপনে সনাতন ধর্মালম্বিদের উদ্যোগে র্যালী ও গীতাপাঠ অনুষ্ঠিত হয়েছে।##