আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কলম বিরতি কর্মসূচী পালিত হয়েছে।
দেশে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযুগী আইন প্রণয়নের দাবীতে রবিবার দুপুরে বিএমএসএফ’র সুন্দরগঞ্জ উপজেলা কমিটির আয়োজনে স্থানীয় রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে ঘন্টা ব্যাপী কলম বিরতি পালন করা হয়।পরে বিএমএসএফ- সুন্দরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভানুুুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ক্বারী আবু জায়েদ খাঁন, সাইফুল ইসলাম, রিয়াজুল হক, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, আনিছুর রহমান, আবু বকর ছিদ্দিক,গোলজার রহমানসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।