খবর ৭১: জয়া আহসানের প্রযোজনায় ও অভিনীত প্রথম চলচ্চিত্র ‘দেবী’ মুক্তির কথা ছিল গত ৭ সেপ্টেম্বর। কিন্তু গতকাল ছবির প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান দর্শকদের আরো কিছুদিন অপেক্ষা করতে বলেছেন। তিনি জানালেন, ৭ সেপ্টেম্বর ছবিটি মুক্তি দিচ্ছেন না তারা। দর্শকদের অপেক্ষা করতে বলেছেন আরও এক মাস। কিন্তু কেন শেষ মুহূর্তে এসে আলোচিত ছবিটির মুক্তির তারিখ বদলে গেল এর জবাবে জয়া আহসান বললেন, আপনারা জানেন ছবিটি সরকারি অনুদান এবং আমার ‘সি-তে সিনেমা’র যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। তাই আমরা চাই ছবিটি আগে অনুদান কমিটির সদস্যরা দেখবেন।
সেন্সর বোর্ডের বিজ্ঞ জুরিবোর্ড দেখবেন। তাদের মতামত পাওয়ার পরপরই একটি ভালো দিন থেকে ‘দেবী’কে আপনাদের কাছে তুলে দিতে চাই। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের মাঝামাঝি সময়ে বড় পর্দায় দেশের বড় বড় প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি দেওয়ার ইচ্ছে আছে। এটি এখন শুধু একটি চলচ্চিত্র নয়, ‘দেবী’ আমার কাছে একটি সম্পদ। হুমায়ূন আহমেদ এবং তার সৃষ্ট মিসির আলি, রানু, আনিস, নীলু, সাবেত চরিত্রগুলো বড় পর্দায় দেখার জন্য আমি মুখিয়ে আছি। আমি নিশ্চিত আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আগে পোস্টার ও টিজার প্রকাশ পেলেও ঈদ উৎসব উপলক্ষে ২৫ আগস্ট প্রকাশ পেয়েছে ছবিটির প্রথম গান। নাম ‘দোয়েল পাখি কন্যারে’। রাকিব হাসান রাহুলের লেখায় গানটি তৈরি করেছেন প্রীতম হাসান। কণ্ঠ দিয়েছেন মমতাজ। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে অনম বিশ্বাস পরিচালিত এই ছবিতে মিসির আলি চরিত্রে চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ। আর ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।
খবর ৭১/ই: