খবর৭১: বিশাল সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে রাশিয়া। চার দশকের মধ্যে এটাই হবে দেশটির সবচেয়ে বড় সামরিক মহড়া।
মঙ্গলবার রুশ প্রতিরক্ষামন্ত্রী শের্গেই শোইগু এ কথা জানান।
রুশ প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, এ মহড়ার নাম দেয়া হয়েছে ভস্তক- ২০১৮। আগামী ১১ থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত এ মহড়া অনুষ্ঠিত হবে।
তিনি জানান, প্রায় ৩ লাখ রুশ সেনা এই মহড়ায় অংশ নেবে। একইসাথে এতে চীন এবং মঙ্গোলিয়ার সেনা ইউনিটও অংশ নেবে।
প্রসঙ্গত, ১৯৮১ সালের পর এটিই হবে রাশিয়ার সবচেয়ে বড় সামরিক মহড়া।
সূত্র: ইন্ডিয়া টুডে
খবর৭১/জি: